রাশিয়া, 7 মে: বিশ্বে প্রথম "সিঙ্গল ডোজ" ভ্যাকসিন আনল রাশিয়া ৷ গতকাল রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ঘোষণা করেছে একবার ব্যবহারযোগ্য এই স্পুটনিক লাইটের কার্যকারিতা 80 শতাংশ ৷
একটি বিবৃতিতে এই সংস্থা জানিয়েছে, "রাশিয়ার বৃহৎ ভ্যাকসিনেশন প্রোগ্রামের অংশ হিসেবে 5 ডিসেম্বর, 2020 থেকে 15 এপ্রিল 2021 পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী সিঙ্গল ডোজ স্পুটনিক লাইট ভ্যাকসিন 79.4 শতাংশ কার্যকরী ৷" এমনকি দু'ডোজের ভ্যাকসিনের থেকেও এর রোগ প্রতিরোধ ক্ষমতা 80 শতাংশ বেশি, দাবি রাশিয়ার ৷ পৃথিবীর প্রথম রেজিস্টার্ড ভ্যাকসিন স্পুটনিক-ভি পরিবারের সদস্য এই ভ্যাকসিনের উপাদান মানুষের 26 নং অ্যাডিনোভাইরাস সেরোটাইপ বা আরএডি26, যা বিশ্বে প্রথম ৷ এই ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট ৷ প্রতিটি ডোজের দাম 10 ডলারেরও কম ৷