পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাশ্মীর ইশুতে আমাদের বিশ্বাস করে না বিশ্ব, বললেন ইমরানের মন্ত্রী - Russia

কাশ্মীর ইশুতে ইমরান খানের সরকারকে অস্বস্তিতে ফেললেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইজাজ় আহমেদ শাহ ৷ বললেন, "কাশ্মীর ইশুতে আমাদের বিশ্বাস করে না বিশ্ব ৷"

ছবি সৌজন্যে : টুইটার

By

Published : Sep 12, 2019, 1:33 PM IST

ইসলামাবাদ, 12 সেপ্টেম্বর : কাশ্মীর ইশুতে চিন ছাড়া আন্তর্জাতিক মহলে কাউকে পাশে পায়নি পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (UNHRC) - এ দরবার করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ আর এবার কাশ্মীর ইশুতে প্রধানমন্ত্রী ইমরান খানের অস্বস্তি বাড়ালেন তাঁরই সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইজাজ় আহমেদ শাহ ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখ পোড়ার জন্য নাম না করে ইমরানকেই তুলোধনা করেন তিনি ৷

গতকাল পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন ইজাজ় ৷ সেখানে তিনি দাবি করেন, কাশ্মীর ইশুতে ভারতকে কোণঠাসা করতে গিয়ে পাকিস্তানই ব্যাকফুটে পড়ে গেছে ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা কমেছে ৷ ইজাজ়ের কথায়, "আমাদের বিশ্বাস করে না আন্তর্জাতিক মহল ৷ আমরা বলছি যে, ভারত কারফিউ জারি করেছে ও জম্মু-কাশ্মীরের মানুষকে ওষুধ দেয়নি ৷ মানুষ আমাদের বিশ্বাস করে না ৷ উলটে ওদের (ভারতকে) বিশ্বাস করে ৷ "

এই সংক্রান্ত আরও খবর :সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান, আলোচনায় বসার সম্ভাবনা নেই : বিদেশমন্ত্রী

এরপরই নাম না করে ইমরান খান সহ পাকিস্তান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন ইজাজ় ৷ তিনি বলেন, "দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন অভিজাতরা (রুলিং এলিট) ৷ মানুষ মনে করে, আমরা সচেতন দেশ নই ৷" ক্ষমতাসীন অভিজাতদের তালিকায় কি ইমরান খান, বেনজ়ির ভুট্টো, পারভেজ় মুশারফরা রয়েছেন ? সে প্রসঙ্গে ইজাজ় বলেন, "সবাই দায়ি ৷ আত্মমূল্যায়ন করা উচিত পাকিস্তানের ৷ "

এই সংক্রান্ত আরও খবর :ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন অনেকটাই কম : ট্রাম্প

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর থেকেই আন্তর্জাতিক স্তরে কাশ্মীর প্রশ্নে ভারতকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ যদিও ভারত বরাবর বিষয়টিকে দ্বিপাক্ষিক ইশু হিসেবে চিহ্নিত করে এসেছে ৷ রাষ্ট্রসংঘের জেনেরাল সেক্রেটারি আন্তোনিও গুয়েতরেজ়কেও একই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশে পেয়েছেন অ্যামেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলিকে ৷ তা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার সংসদের (UNHRC)-র অধিবেশনে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসালামাবাদ ৷ কিন্তু, পালটা ভারতের তোপের মুখে পড়েছে তারা ৷ আর এবার নিজের ঘরেই ধাক্কা খেলেন ইমরান খান ৷

এই সংক্রান্ত আরও খবর :"আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎসস্থল", UNHRC-তে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

ABOUT THE AUTHOR

...view details