পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kabul Rocket Strike : কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলায় এক শিশুর মৃত্যু, একই দিনে ইউএসের এয়ারস্ট্রাইক - কাবুল বিমানবন্দর

কাবুল বিমানবন্দরের (Hamid Karzai International Airport) কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটল রবিবার ৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টার কিছুটা আগেই ঘটে ঘটনাটি ৷ ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ৷

কাবুল বিমানবন্দরে কাছেই রকেট হামলা
কাবুল বিমানবন্দরে কাছেই রকেট হামলা

By

Published : Aug 29, 2021, 7:02 PM IST

Updated : Aug 29, 2021, 9:01 PM IST

কাবুল, 29 অগস্ট : চার দিনের মাথায় ফের হামলা ৷ এবার বিস্ফোরণ রকেট হামলার ফলে ৷ বিবিসির (BBC) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রকের একজন কর্তা জানাচ্ছেন, রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টার খানিকটা আগেই বিমানবন্দরের কাছাকাছি একটি বাড়িতে রকেট হামলা হয় ৷ তাতেই বিস্ফোরণটি ঘটেছে ৷ বিমানবন্দরের উত্তর-পশ্চিমে ঘটা এই রকেট হামলায় একটি শিশুর মৃত্যু হয়েছে বলে আলজ়াজ়িরা (Aljazeera) তাদের রিপোর্টে জানাচ্ছে ৷

টুইটারে রকেট হামলার ছবি ধরা পড়েছে ৷ ফ্রিল্যান্স সাংবাদিক শাফি করিমির টুইটার হ্যান্ডেলে সেই ভিডিয়ো দেখা যাচ্ছে ৷ তবে তার সত্যাসত্য যাচাই করা হয়নি ৷

এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের (Reuters) দাবি, আমেরিকার তরফে আফগানিস্তানে একটি সামরিক হামলা চালানো হয়েছে ৷ সংবাদ সংস্থার দাবি, মার্কিন কর্মকর্তাদের প্রতিক্রিয়া থেকে জানা যাচ্ছে, ইসলামিক স্টেট গ্রুপের (Islamic State in Khorasan Province, ISKP (ISIS-K)) আফগান শাখার সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে । মার্কিনি অভিযান সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা যায়নি ৷ তবে এই হামলার সঙ্গে এদিন কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলার কোনও যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয় ।

একই ঘটনা প্রসঙ্গে আলজ়াজ়িরার তরফে জানানো হয়েছে, তালিবানের দাবি, আমেরিকান এয়ারস্ট্রাইক একটি আত্মঘাতী বোমারু গাড়িকে লক্ষ্য করে করা হয় ৷ ওই গাড়িটি হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ৷ এদিন কাবুল বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগেই মার্কিন সেনার উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল ৷

বিবিসি তাদের রিপোর্টে জানাচ্ছে, এনিয়ে সিবিএস (CBS)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান (Jake Sullivan) জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট নতুন করে কোনও যুদ্ধ শুরু করতে চান না ৷ তবে এদিন তাঁদের ট্রুপের উপর যেভাবে হামলা হয়েছে তা ঠেকাতে আমেরিকা এই রকম আরও প্রত্যুত্তর দেবে ৷

এসবের মধ্যেই এদিন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন (Antony Blinken) জানিয়েছেন, আফগানিস্তানে এখনও 300 জন আমেরিকান নাগরিক আটকে রয়েছেন ৷ কিছু আমেরিকান 31 অগস্টের ডেডলাইনের পরও সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে তাঁদের কেউই আফগানিস্তানে আটকে পড়বেন না ৷ বাইডেন সরকার সমস্ত রকম চেষ্টা করছে প্রতিটি আমেরিকানকে দেশে ফেরানোর জন্য ৷ আমেরিকানদের আফগানিস্তান থেকে বের করার প্রক্রিয়া তাঁদের কাছে রয়েছে বলে আমেরিকার সম্প্রচার মাধ্যম এবিসিকে (ABC) দেওয়া একটি সাক্ষাৎকারে জানান ব্লিনকেন ৷

এদিন কাবুল বিমানবন্দরের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবিতে দেখা যাচ্ছে বিমানবন্দরের কাছে বাড়িগুলির উপরে ধোঁয়ার কালো মেঘ ৷ তারই একটিতে রকেট হামলা হয়েছে ৷ রকেটটি বিমানবন্দরে সরাসরি আঘাত করেনি ৷ স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা বিস্ফোরণের কথা নিশ্চিত করে জানান, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Afghan Refugees : তালিবান শাসিত আফগানিস্তান ছাড়তে পারে 5 লক্ষ আফগান

Last Updated : Aug 29, 2021, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details