কাবুল, 29 অগস্ট : চার দিনের মাথায় ফের হামলা ৷ এবার বিস্ফোরণ রকেট হামলার ফলে ৷ বিবিসির (BBC) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রকের একজন কর্তা জানাচ্ছেন, রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টার খানিকটা আগেই বিমানবন্দরের কাছাকাছি একটি বাড়িতে রকেট হামলা হয় ৷ তাতেই বিস্ফোরণটি ঘটেছে ৷ বিমানবন্দরের উত্তর-পশ্চিমে ঘটা এই রকেট হামলায় একটি শিশুর মৃত্যু হয়েছে বলে আলজ়াজ়িরা (Aljazeera) তাদের রিপোর্টে জানাচ্ছে ৷
টুইটারে রকেট হামলার ছবি ধরা পড়েছে ৷ ফ্রিল্যান্স সাংবাদিক শাফি করিমির টুইটার হ্যান্ডেলে সেই ভিডিয়ো দেখা যাচ্ছে ৷ তবে তার সত্যাসত্য যাচাই করা হয়নি ৷
এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের (Reuters) দাবি, আমেরিকার তরফে আফগানিস্তানে একটি সামরিক হামলা চালানো হয়েছে ৷ সংবাদ সংস্থার দাবি, মার্কিন কর্মকর্তাদের প্রতিক্রিয়া থেকে জানা যাচ্ছে, ইসলামিক স্টেট গ্রুপের (Islamic State in Khorasan Province, ISKP (ISIS-K)) আফগান শাখার সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে । মার্কিনি অভিযান সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা যায়নি ৷ তবে এই হামলার সঙ্গে এদিন কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলার কোনও যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয় ।
একই ঘটনা প্রসঙ্গে আলজ়াজ়িরার তরফে জানানো হয়েছে, তালিবানের দাবি, আমেরিকান এয়ারস্ট্রাইক একটি আত্মঘাতী বোমারু গাড়িকে লক্ষ্য করে করা হয় ৷ ওই গাড়িটি হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ৷ এদিন কাবুল বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগেই মার্কিন সেনার উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল ৷