পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kovind inaugurates Ramna Kali Mandir : ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধনে কোবিন্দ - Golden Jubilee of Bangladesh Liberation War

বাংলাদেশ সফরের শেষ দিনে ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind inaugurates historic Sri Ramna Kali Mandir at Dhaka) ৷ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই মন্দির ধ্বংস করে পাকিস্তানী সেনা ৷

president ram nath kovind inaugurates historic sri ramna kali mandir at dhaka
Kovind inaugurates Ramna Kali Mandir : ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধনে কোবিন্দ

By

Published : Dec 17, 2021, 4:31 PM IST

ঢাকা, 17 ডিসেম্বর : তিনদিনের বাংলাদেশ সফরের শেষদিনে ঢাকার রমনা কালী মন্দিরে গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার তিনি পুনর্নির্মিত ওই মন্দিরের উদ্বোধন করেন (Kovind inaugurates Ramna Kali Mandir) ৷ 50 বছর আগে মুক্তিযুদ্ধের সময় ওই মন্দির ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি সেনা ৷

1971 সালের 16 ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা ৷ ওই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয় ৷ ওই দিন শেষ হয়েছিল মুক্তিযুদ্ধ ৷ স্বাধীন হয়েছিল বাংলাদেশ ৷ এই বছর মুক্তিযুদ্ধের 50 বছর ৷

সেই উপলক্ষ্যে গত বুধবার ঢাকায় যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind at Dhaka) ৷ রাষ্ট্রপতি হিসেবে এটাই তাঁর প্রথম ঢাকা সফর ৷ এই সফরে তিনি উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠানে ৷

শুক্রবার সকালে তিনি রমনা কালী মন্দিরে যান ৷ সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ৷ নতুন করে তৈরি করা ওই মন্দিরের উদ্বোধন করেন তিনি ৷ পুজোও দেন ৷

1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনা মারাত্মক দমন-পীড়ন শুরু করেছিল ৷ সেই সময় অপারেশন সার্চলাইটের মতো একাধিক গণহত্যাও করেছিল ৷ সেই সময় ওই রমনা কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয় পাকিস্তানি সেনা ৷ সেই সময় মন্দিরের ভিতরে ভক্ত ও অন্যরা পুড়ে মারা গিয়েছিলেন ৷ সেই মন্দির অবশেষে নতুন করে তৈরি করা হল ৷ যে মন্দির তৈরিতে ভারতও সাহায্য করেছে বাংলাদেশকে ৷

আরও পড়ুন :President Kovind attends Victory Day Parade : ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

ABOUT THE AUTHOR

...view details