কাবুল, 17 অগস্ট : দেশ ছেড়ে পালিয়েছেন খোদ আফগান প্রেসিডেন্ট আশরফ গনি (Ashraf Ghani) ৷ সঙ্গে নিয়েছেন 4টি গাড়ি আর একটা হেলিকপ্টার ভর্তি টাকা ৷ সোমবার এমন তথ্য প্রকাশ করেছে আফগানিস্তানে রাশিয়ার দূতাবাস (Russian Embassy) ৷ এদিকে বিপন্ন আফগানিস্তান ৷ রবিবারের পর পুরোপুরি বদলে গিয়েছে সারা দেশের ছবিটা ৷ শ'য়ে শ'য়ে লোক দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজছে ৷
রাশিয়ার একটি সংবাদমাধ্যম অনুযায়ী, কূটনৈতিক বিষয়ের মুখপাত্র নিকিতা ইশেনকো (Nikita Ishenko) বলেছেন, "তাঁর শাসনব্যবস্থা ভেঙে যাওয়ার পর গনি যেভাবে পালিয়েছেন তা বিস্ময়ের ৷ তিনি 4 টি গাড়ি ভর্তি করে টাকা নিয়েছিলেন । এমনকি কিছুটা হেলিকপ্টারে ভরার চেষ্টা করেন । কিন্তু তাতেও সমস্ত টাকা ভর্তি করা সম্ভব হয়নি ৷ আর সেই টাকার কিছুটা রানওয়েতে ফেলে রেখে গিয়েছেন ৷"
আফগানিস্তানে রাশিয়ার আরেক কূটনীতিক জামির কাবুলভ (Zamir Kabulov) বলেন, "এটা খুবই আশ্চর্যজনক ৷ কারণ, আমাদের বোঝানো হয়েছিল আফগান সেনা যেরকমই হোক না কেন, তারা কিছুটা সময় পর্যন্ত তালিবানদের ঠেকাতে পারবে ৷"