নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : শনিবার ‘গ্লোবাল সিটিজেন লাইভ’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ পিএমও-র তরফে এ কথা জানানো হয়েছে ৷ পিএমও থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সিটিজ়েন’ হল বিশ্ব ওকালতি সংগঠন ৷ যাঁরা দারিদ্রতা দূরীকরণে লাগাতার কাজ করে চলেছে ৷
এই গ্লোবাল সিটিজেন লাইভ 24 ঘণ্টার একটি অনুষ্ঠান ৷ যা 25 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত হবে ৷ সেই সঙ্গে বিশ্বের বড় বড় শহরের সঙ্গে যুক্ত হবে ৷ যেমন মুম্বই, নিউইয়র্ক, প্যারিস, রিও ডি জেনেরিও, সিডনি, লস অ্যাঞ্জেলস, লাওস এবং সেওল ৷ এই অনুষ্ঠানটি বিশ্বের 120টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে ৷ যা একাধিক সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে ৷ আজ ভারতীয় সময় রাতের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউজ়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷