পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাকিস্তানের রাটোডেরো শহরে 900 নাবালক HIV পজ়িটিভ - 900 শিশু এইচআইভি পজিটিভ

এপ্রিল থেকে শহরের 1100 নাগরিকের দেহে HIV পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ তার মধ্যে 900 জনের বয়স 12 বছরের নিচে ৷ ওই শহরের জনসংখ্যা অনুযায়ী, প্রতি 200 জনে একজন HIV আক্রান্ত ৷

প্রতীকী ছবি

By

Published : Oct 27, 2019, 7:33 AM IST

ইসলামাবাদ, 27 অক্টোবর : HIV নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে রাটোডেরো শহরে ৷ চলতি বছরে শহরের 900 নাবালকের শরীরে HIV (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ HIV আক্রান্ত নাবালকরা জ্বরে ভুগতে থাকায়, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না ৷ সবমিলিয়ে এই নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান প্রশাসন ৷

চলতি বছরের এপ্রিলে HIV আক্রান্তের বিষয়টি প্রথম সামনে আসে ৷ সেইসময় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, মুজ়াফ্ফর ঘাংরো নামে একজন চিকিৎসক একই সিরিঞ্জ বারবার ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে ৷ এপ্রিল থেকে শহরের 1100 নাগরিকের দেহে HIV পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ তার মধ্যে 900 জনের বয়স 12 বছরের নিচে ৷ ওই শহরের জনসংখ্যা অনুযায়ী, প্রতি 200 জনে একজন HIV আক্রান্ত ৷ স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, সঠিক তথ্য এর থেকেও বেশি ৷

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আক্রান্তের তথ্য নিতে এসে জানতে পারেন, বেশিরভাগ শিশুর চিকিৎসা করেছেন ওই চিকিৎসক ৷ বেশিরভাগ গরিব পরিবার তাঁর কাছেই চিকিৎসা করান ৷

স্থানীয় এক সাংবাদিক চলতি বছরের এপ্রিলে প্রথম বিষয়টি সামনে আনেন ৷ তাঁর সন্তানদেরও চিকিৎসা করতেন মুজ়াফ্ফর ৷ স্থানীয় এক শ্রমিক বলেন, তাঁর চার সন্তান HIV আক্রান্ত ৷ তার মধ্যে দু'জন মারা গেছে ৷ সন্তানদের চিকিৎসা করতেন মুজ়াফ্ফর ৷ ওই শ্রমিক বলেন, "ওষুধের দাম দেওয়ার জন্য আমি ও আমার স্ত্রী উপোস করে থেকেছি ৷ চিকিৎসক বলতেন, আমার কাছে চিকিৎসা করাতে না পারলে অন্য জায়গায় চলে যাও ৷"

মুজ়াফ্ফর ঘাংরোকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে এখনও কোনও শাস্তি হয়নি ৷ তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, কখনও একই সিরিঞ্জ বারবার ব্যবহার করেননি ৷

রাটোডেরো শহরের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন, এত সংখ্যক মানুষের HIV আক্রান্ত হওয়ায় শুধুমাত্র একজন চিকিৎসক সম্ভবত দায়ি হতে পারেন না ৷ অনেক চিকিৎসক একই সিরিঞ্জ ব্যবহার করে থাকতে পারেন ৷ এমনকী, স্যালোঁতে নাপিতরা একই ব্লেড ব্যবহার করে থাকতে পারেন ৷

শুধুমাত্র রাটোডেরো শহরে নয় ৷ পাকিস্তান জুড়েই HIV পজ়িটিভ জীবাণু আক্রান্তের মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ রাষ্ট্রসংঘের সংস্থা UNAIDS জানিয়েছে, 2010 সাল থেকে 2018 সালের মধ্যে HIV আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়ে 1 লাখ 60 হাজার ৷

ABOUT THE AUTHOR

...view details