পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চন্দ্রযান অভিযানের জন্য ISRO-র প্রশংসায় পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী

বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করে ভারত । চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি । চাঁদের মাটিতে আছড়ে পড়ে বিক্রম । এই প্রেক্ষিতে ভারত ও ISRO-র প্রশংসা করে নামিরা সালিম ।

নামিরা সালিম

By

Published : Sep 9, 2019, 6:15 PM IST

করাচি, 9 সেপ্টেম্বর : চাঁদের দক্ষিণ মেরুতে যান পাঠানোর চেষ্টা করায় ISRO-র প্রশংসা করলেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম । বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করে ভারত । চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি । চাঁদের মাটিতে আছড়ে পড়ে বিক্রম । তবে অর্বিটারের তোলা ছবিতে ISRO নিশ্চিত করেছে যে,ত চাঁদে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে চন্দ্রযান । এই প্রেক্ষিতে ভারত ও ISRO-র প্রশংসা করে নামিরা বলেন, "আমি ভারত ও ISRO-কে চন্দ্রযান-2 অভিযানের জন্য অভিনন্দন জানাতে চাই ।"

এই অভিযান দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ বলে উল্লেখ করে নামিরা বলেন, "চন্দ্রযান-2 অভিযান পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ । ঐতিহাসিক এই চেষ্টার ফলে আমাদের অঞ্চলের পাশাপাশি সমস্ত বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী মহল গর্বিত । মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আঞ্চলিক অগ্রগতির জন্য যেই দেশই পদক্ষেপ নিক না কেন, তা প্রশংসনীয় । আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহাকাশ বিজ্ঞানের মাধ্যমে একত্রিত হওয়া ।"

উল্লেখ্য, নামিরা প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাকাশ অভিযানে গেছিলেন ।

শনিবার রাত 1টা 30 মিনিট থেকে 2 টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠের 2.1 কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় । ISRO জানিয়েছে, আগামী 13 দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে তারা ।

ABOUT THE AUTHOR

...view details