লাহোর, ২৪ ফেব্রুয়ারি : জইশ-ই-মহম্মদদের প্রধান কার্যালয় দখলের বিষয়ে নিজেদের বিবৃতি নিজেরাই খারিজ করল পাকিস্তান। জইশের প্রধান কার্যালয় দখলের কথা আগে জানিয়েছিল পাকিস্তান। গতকাল তা খারিজ করে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফায়াদ চৌধুরি জানান, জঙ্গি সংগঠনের কার্যালয় নয়, এটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। জইশ কার্যালয় বলে ভারত অপপ্রচার করছে।
"ইউ টার্ন", জইশের 'জঙ্গি' কার্যালয় হল শিক্ষা প্রতিষ্ঠান !
জইশের প্রধান কার্যালয় দখলের প্রসঙ্গ অস্বীকার করল পাকিস্তান। তাদের বক্তব্য, জঙ্গি সংগঠনের কার্যালয় নয়, এটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। জইশ কার্যালয় বলে ভারত অপপ্রচার করছে।
মাসুদ আজ়হার
বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফায়াদ চৌধুরি একটি ভিডিয়ো বার্তায় জানান, পঞ্জাব সরকার বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের প্রধান কার্যালয়টি দখল করেছে। তিনি এও জানিয়েছিলেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গতকাল সেই বক্তব্য খারিজ করেন ফায়াদই। এবার তিনি বলেন, "এর সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও সম্পর্ক নেই। ওখানে ধর্মীয় শিক্ষার পাঠ দেওয়া হয়।"