পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 31, 2020, 9:42 PM IST

ETV Bharat / international

পাকিস্তানের সেনার রকেট হামলায় 15 জন আফগান নাগরিকের মৃত্যু, আহত 70

পাকিস্তানি সেনার ছোঁড়া রকেট হামলায় 15 জন আফগান নাগরিকের মৃত্যু হল ৷ আহত হয়েছে প্রায় 70 জন ৷ এই ঘটনার প্রতিশোধ নিতে আফগানিস্তান সরকার সীমান্তে ভারী অস্ত্র ও প্রচুর সেনা মোতায়েন করেছে ৷ আফগান বিমানবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

rocket attack in afghanistan
পাকিস্তানি সেনার রকেট হামলা

কাবুল (আফগানিস্তান), 31 জুলাই : পাকিস্তানি সেনার ছোঁড়া রকেট হামলায় 15 জন আফগান নাগরিকের মৃত্যু হল ৷ এই ঘটনায় আরও প্রায় 70 জন সাধারণ মানুষ আহত হয়েছে ৷ আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার জেলায় এই ঘটনা ঘটেছে ৷

আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনার সীমান্তে বৃহস্পতিবার লাগাতার গুলি বিনিময় চলে ৷ শেষ রাত পর্যন্ত এই সংঘর্ষ চলার পর সীমান্তের দুই পার থেকে গুলি বিনিময় বন্ধ হয় ৷ এরপর আচমকা পাকিস্তানি সেনাবাহিনী কান্দাহারের স্পিন বলডাকের বেসামরিক এলাকায় রকেট হামলা চালায় ৷ একের পর এক ধারাবাহিক রকেট হামলা চালানো হয় । বিস্ফোরণে 15 জন সাধারণ মানুষের প্রাণ যায় ৷ আহত হয়েছে কমপক্ষে 70 সাধারণ মানুষ । এর মধ্যে 28 জন গুরুতর আহত হয় ৷ আহতদের মিরওয়াইজ রিজিওনাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এই ঘটনার পর সীমান্তে আরও সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছে আফগান সরকার ৷ যে কোনও পরিস্থিতির জন্য সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেনাপ্রধান মহম্মদ ইয়াসিন জিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, " আফগানিস্তান এর প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত।" আফগান বিমানবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ আফগানের সীমান্ত বাহিনীকে সহায়তা করার জন্য আফগান নেশান্যাল আর্মি অফিসার, পুলিশ ও স্পেশাল বাহিনীকে স্পিন বলডাকে পাঠানো হয়েছে ৷

বেশ কয়েক বছর ধরে পাকিস্তানি সেনাবহিনীর সঙ্গে আফগান সেনার সংঘর্ষ চলছে ৷ পাকিস্তানি সেনা পূর্ব ও দক্ষিণ আফগানের অঞ্চলগুলোতে প্রায়ই হামলা চালায় বলে আফগানিস্তানের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details