পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মাসুদ প্রশ্নে সুর নরম করেও ভারতকে কটাক্ষ পাকিস্তানের - terrorist

মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই সুর নরম পাকিস্তানের । তার বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে তারা ।

মাসুদ আজ়হার

By

Published : May 2, 2019, 5:59 PM IST

Updated : May 2, 2019, 7:04 PM IST

ইসলামাবাদ, 2 মে : মাসুদ আজ়হারের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে পাকিস্তান । সাংবাদিক বৈঠক করে একথাই জানাল পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল ।

গতকাল এক সাংবাদিক বৈঠক করেন মহম্মদ ফয়জ়ল । সেখানে তিনি জোর দিয়ে বলেন, "রাষ্ট্রসংঘ নিষেধাজ্ঞা সম্পর্কিত যে নির্দেশিকা জারি করেছে, তার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলওয়ামা হামলার ঘটনাটি জুড়ে দেওয়া হয়েছে এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ নিয়ে যে আন্দোলন, তাকে বিবেচনার বাইরে রাখা হয়েছে । তবে, রাষ্ট্রসংঘের নির্দেশ মেনে মাসুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাকিস্তান ।"

2008 সাল থেকে মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবিতে রাষ্ট্রসংঘে বারবার দরবার করে আসছে ভারত । কিন্তু, প্রতিবারই ভারতের প্রস্তাবের বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে চিন । চলতি বছরে 13 মার্চ ফের রাষ্ট্রসংঘে একই দাবি তোলে ভারত । কিন্তু, ভেটো ক্ষমতা প্রয়োগ করে এবারেও তা আটকে দেয় বেজিং ।

এই সংক্রান্ত খবর :আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজ়হার, আপত্তি প্রত্যাহার চিনের

তবে, চিন বাধা হয়ে দাঁড়ালেও নিরাপত্তা পরিষদের বাকি সদস্য রাষ্ট্রগুলি অ্যামেরিকা, ফ্রান্স, জার্মানি ও UK(ইউনাইটেড কিংডম)-কে এক সুতোয় বেঁধেছিল ভারত । মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় ভারতের প্রস্তাবে সুর মেলায় তারাও । ফলস্বরূপ, বাকি সদস্য রাষ্ট্রগুলির চাপে তাদের আপত্তি প্রত্যাহার করে নেয় চিন । তারপরই মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রসংঘ ।

এই সংক্রান্ত খবর :ISI-র ব্লু আইড বয়, কে এই মাসুদ ?

Last Updated : May 2, 2019, 7:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details