আটারি, 15 এপ্রিল : সুসম্পর্ক গড়ে তুলতে পদক্ষেপ নিল পাকিস্তান। আজ 100 জন মৎস্যজীবীকে মুক্তি দেয় তারা। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে মৎস্যজীবীরা দেশে ফেরেন।
মৎস্যজীবীদের দেশে ফেরার জন্য আজ সন্ধ্যায় জরুরি ট্রাভেল সার্টিফিকেট ইশু করে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশন। এরপরই তাঁদের মেডিকেল চেক আপ হয়।
এবারই প্রথম নয়। এর আগে 7 এপ্রিল সেদেশের জেলে থাকা ভারতীয় মৎস্যজীবীদের প্রথম ব্যাচকে ছেড়ে দেয় পাকিস্তান সরকার।
পাকিস্তানি সীমানায় প্রবেশ করে বেআইনিভাবে মাছ ধরার জন্য ওই মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়।
ভেসেলে উন্নতমানের টেকনোলজির প্রয়োগ না হওয়ার জন্য প্রায়শই দু'দেশের মৎস্যজীবীরা একে-অপরের সীমানা পার করে। তাদের গ্রেপ্তারও করা হয়। আইনি প্রক্রিয়ায় দেরি হওয়ায় মৎস্যজীবীদের দীর্ঘসময় জেলে থাকতে হয়।