ইসলামাবাদ (পাকিস্তান), 17 মার্চ : বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় স্থানে পাকিস্তান ৷ আইকিউএয়ারের বিশ্ব দূষণমাত্রার পরীক্ষায় এমনটাই জাানানো হয়েছে ৷ পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী গতবছর পাকিস্তানে বাযুদূষণের মাত্রা ছিল পিএম 2.5 ৷ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণমাত্রার থেকে প্রায় 5 গুণ বেশি ৷ প্রসঙ্গত, মার্কিন এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, দূষণের নিরিখে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এবং তিন নম্বরে রয়েছে ভারত ৷ সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে বছরে দূষণমাত্রা 141 ৷
2020 সালের বিশ্ব বায়ুদূষণ মাত্রার রিপোর্ট অনুযায়ী, ‘‘পাকিস্তানের বায়ুদূষণের যে মাত্রা দেখা যাচ্ছে তা অতীতের থেকেও খারাপ ৷ যার অধিকাংশ দূষণ বড় শহরগুলি থেকে হচ্ছে ৷ সেই শহরগুলিতে প্রচুর পরিমাণ ধোঁয়া এবং প্রাণনাশকারী ধোঁয়াশা তৈরি হচ্ছে ৷’’ পাকিস্তানের সবচেয়ে স্বচ্ছ শহর ইসলামাবাদ ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 110 ৷ আর সবচেয়ে দূষিত শহর লাহোর ৷ এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় 18 নম্বরে রয়েছে এই শহরটি ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 163 ৷