ইসলামাবাদ, 22 জুন : চিনের শিনচিয়াং প্রদেশে উইঘুরদের উপর নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের ৷ আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে চিন ৷ কিন্তু, নীরব পাকিস্তান ৷ এবার উইঘুর ইস্যুতে চিনের হয়ে ব্যাট ধরতে কাশ্মীরকে ঢাল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ উইঘুর সমস্যার থেকে কাশ্মীর ইস্যু তাঁদের কাছে বড় বলে মন্তব্য করলেন ৷
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে চিনের পক্ষে সওয়াল করে ইমরান বলেন, "আমাদের অর্থনৈতিক সংকটের সময় পাশে দাঁড়িয়েছে চিন ৷ তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু দেশ ৷"
চিনের শিনচিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর বেজিংয়ের অত্যাচারের খবর চিন সীমানা পেরিয়ে দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ১০ লক্ষেরও বেশি মানুষকে পুনর্বাসন ক্যাম্পে রেখে তাদের শিক্ষিত করার নামে জোর করে আটকে রেখেছে শি চিনপিং সরকার। তাদের স্টেরিলাইজ করে এই সম্প্রদায়ের জনসংখ্যা কমিয়ে আনার চেষ্টা করেছে। প্রশ্ন উঠছে, ইমরান যখন ৯/১১-র পর ‘ইসলামোফোবিয়া’-র বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জ-সহ পশ্চিমি দেশগুলিতে সরব হয়েছিলেন, তিনি প্রতিবেশী চিনে ‘জেনোসাইড’-এর এই ঘটনায় চুপ কেন?