পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ওসামা বিন লাদেনকে শহিদ-এর তকমা ইমরান খানের - ইমরান খান

ওসামা বিন লাদেনকে শহিদ বলে সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সন্ত্রাসবাদী সংগঠন আলকায়দার প্রধান ছিল ওসামা বিন লাদেন ৷

Imran Khan
ফাইল ফোটো

By

Published : Jun 25, 2020, 9:10 PM IST

ইসলামাবাদ, 25 জুন : সংসদে বক্তব্য পেশ করার সময় ওসামা বিন লাদেনকে শহিদ বলে সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সন্ত্রাসবাদী সংগঠন আলকায়দার প্রধান ছিল ওসামা বিন লাদেন ৷ একই সঙ্গে 9/11 হামলার মাস্টারমাইন্ডও ছিল সে ৷

আজ বক্তব্য পেশের সময়ে ইমরান খান বলেন, "আমরা খুব বিব্রত হয়েছিলাম যখন অ্যামেরিকানরা এসে আবত্তাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করেন ৷ শহিদ করেন ৷"

আবত্তাবাদের গ্যারিসনে 2011 সালে অ্যামেরিকার সামরিক অভিযানে মৃত্যু হয় ওসামা বিন লাদেনের ৷ বিশ্বজুড়ে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় অভিযুক্ত ছিল লাদেন ৷ যার মধ্যে 2001 সালে 9/11 হামলাও রয়েছে ৷ 9/11-র এই সন্ত্রাসবাদী হামলায় প্রচুর মানুষ মারা যান ৷ পাশাপাশি পাঁচটি বিমান হাইজ্যাক করে নেওয়া হয় ৷

লাদেনের জন্য এর আগেও নরম মনোভাব প্রকাশ করতে দেখা গেছে ইমরান খানকে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগে টিভিতে একটি সাক্ষাৎকারে লাদেনকে সন্ত্রাসবাদী বলতে অস্বীকার করেন ইমরান ৷ বরং, তিনি লাদেনকে অ্যামেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সমাসনে বসান ৷ একইসঙ্গে বলেন, "লাদেন ব্রিটিশদের জন্য জঙ্গি ছিলেন এবং অন্যদের জন্য স্বাধীনতা সংগ্রামী ৷"

গত বছর সেপ্টেম্বরে তাঁর অ্যামেরিকা সফরের সময় ইমরান খান বলেন, "পাকিস্তান অ্যামেরিকার সুরক্ষা সংস্থাগুলিতে আবত্তাবাদের ওসামা বিন লাদেনের উপস্থিতির কথা জানিয়েছিল ৷" এরপর অবশ্য তিনি জানান, পাকিস্তানকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওসামা বিন লাদেনকে মারার জন্য গোপন অভিযান চালানো অ্যামেরিকার উচিত হয়নি ৷ বিষয়টি নিয়ে অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমেও সরব হয়েছিলেন ইমরান ৷ তিনি ওই অ্যামেরিকান সংবাদমাধ্যমকে বলেছিলেন, "অ্যামেরিকার অভিযান পাকিস্তানকে ভীষণভাবে বিব্রত করেছিল ৷ কারণ এই অভিযানে সহযোগী হলেও পাকিস্তানের উপর ভরসা করেনি অ্যামেরিকা ৷"

ABOUT THE AUTHOR

...view details