পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান, কাল কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা ভারতীয় প্রতিনিধিদের - delhi

কাল কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ভারতীয় প্রতিনিধিরা ৷ আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশের পর আজ এই কথা জানিয়েছে পাকিস্তান ৷

কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান

By

Published : Aug 1, 2019, 4:20 PM IST

Updated : Aug 1, 2019, 9:56 PM IST

ইসলামাবাদ, 1 অগাস্ট : কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান । আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশের পর আজ এই কথা জানিয়েছে পাকিস্তান ৷ পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে, কাল কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ভারতীয় প্রতিনিধিরা ৷ তবে ভারতের তরফে কুলভূষণের সঙ্গে কারা সাক্ষাৎ করতে যাবেন তা এখনও জানা যায়নি ৷

কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে ।

এই নির্দেশের জেরে আন্তর্জাতিক স্তরে ধাক্কা খায় ইমরান খান প্রশাসন । এরপরই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে ।

তাছাড়া ICJ জানিয়ে দেয়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ । পাকিস্তানের সামরিক আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য ইমরান খান প্রশাসনকে নির্দেশ দিয়েছিল আদালত ।

ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই বিষয়ে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের থেকে আমরা কনসুলার অ্যকসেস সংক্রান্ত প্রস্তাব পেয়েছি । আমরা সব দিক খতিয়ে দেখছি । আমরা কূটনৈতিক পর্যায় পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি ।"

Last Updated : Aug 1, 2019, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details