নিউ ইয়র্ক, 4 অগাস্ট : বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি ৷ তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক স্তরে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷ একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিরুমূর্তি জানান, জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন- এর মতো জঙ্গি গোষ্ঠীগুলি এখনও পাকিস্তান থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছে ৷ তিরুমূর্তি বলেন, "পাকিস্তান যে সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র তা খুব ভালো করেই জানা ৷ জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন-সহ আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷ তারা পাকিস্তান থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছে ৷ বিদেশে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি বার বার রাষ্ট্রসংঘ ও তার রিপোর্টে উঠে এসেছে ৷ "
সংবাদসংস্থার সঙ্গে কথা বলার সময় ISIS - এর কার্যকলাপের উপর রাষ্ট্রসংঘের যে বিশ্লেষণ ও নজরদারি দল কাজ করছিল তার 26 তম রিপোর্টের উল্লেখ করেন টি এস তিরুমূর্তি ৷ তিনি বলেন, "আল-কায়দা ও ISIS-এর মতো জঙ্গি সংগঠনগুলির উৎপত্তি যে পাকিস্তান থেকেই হয়েছে তা পরিষ্কার ৷" এছাড়াও রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে এমন অনেক ঘটনার উল্লেখ রয়েছে যা থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয় বলে জানান তিরুমূর্তি ৷