পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

''করতারপুর করিডর দিয়ে অশান্তি ছড়ানোই পাকিস্তানের লক্ষ্য'' - আমজাদ মির্জ়া

সমাজকর্মী আমজাদ মির্জ়া জানান, করতারপুর করিডর খোলার পিছনে রয়েছে পাকিস্তানের ছদ্ম কর্মসূচি রয়েছে ৷ কাশ্মীর সীমান্তের কাছে জমিগুলো হারানোর পর এই করিডরের মাধ্যমে ভারতের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন পাকিস্তানি আধিকারিকরা ৷

আমজাদ মির্জ়া

By

Published : Nov 23, 2019, 6:41 PM IST

ইসলামাবাদ, 23 নভেম্বর : পাকিস্তান করতারপুর করিডরের মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক সমাজকর্মী মন্তব্য করলেন এমনটাই ৷ সমাজকর্মী আমজাদ মির্জ়া জানান, করতারপুর করিডর খোলার পিছনে পাকিস্তানের ছদ্ম কর্মসূচি রয়েছে ৷

তিনি নিশ্চিত করে বলেন, কাশ্মীর সীমান্তের কাছে জমিগুলো হারানোর পর এই করিডরের মাধ্যমে ভারতের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন পাকিস্তানি আধিকারিকরাই ৷

তিনি বলেন, "এখন কেন পাকিস্তান এই সিদ্ধান্ত নিল ? 73 বছর পর কেন তারা এটা করল ? কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার রাস্তা এখন বন্ধ থাকায় তারা এটা করছে ৷ পাকিস্তানি সেনা এখন দেশের প্রকৃত শাসক হয়ে উঠেছে ৷ দেশ সাধারণের উপর থেকে আস্থা হারাচ্ছে ৷ পঞ্জাবের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্য বর্তমানে খালিস্তানি চরমপন্থীদের ব্যবহার করছে ৷"

এই মাসের শুরুতেই করিডরের উদ্বোধন হয় ৷ সেই অনুষ্ঠানে ভিসা ছাড়াই ভারতীয়দের যাওয়ার অনুমতিও দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ মির্জা বলেন, "যদি তারা মানুষের জন্য এতটাই ভাবে তাহলে তাদের লাদাখ ও কাশ্মীরের রাস্তাগুলিও খুলে দেওয়া উচিত ৷ কিন্তু তারা কোনওদিন এটা করেনি কারণ এরকম করলে দুই দেশের মানুষ একে অপরের সঙ্গে মিশে যাবে ৷"

ABOUT THE AUTHOR

...view details