আমেদাবাদ, 2 ফেব্রুয়ারি: আবারও মৎস্যজীবীদের নৌকা আটক পাকিস্তানে (another boat hijacked by Pakistan) । সূত্রের খবর, গুজরাতের মৎস্যজাবীদের "সত্যবতী" নামে নৌকাটি আটক করেছে পাকিস্তান । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে (Gujarat boat in Pakistan) । সেখানে দেখা গিয়েছে পাকিস্তানে 'অপারেশন মাস্টার' অভিযান চালানের সময় গুজরাতের মৎস্যজীবীদের ওই নৌকা "সত্যবতী"- কে আটক করা হয়েছে । ওই নৌকায় থাকা দুই মৎস্যজীবীকেও জিজ্ঞাসাবাদের জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ।
Another nefarious act of Pakistan: পাকিস্তানে আটক ভারতীয় মৎস্যজীবীর নৌকা - pakistan captures another indian fishing boat
পাকিস্তানে 'অপারেশন মাস্টার' অভিযানে আটক ভারতীয় মৎস্যজীবীদের নৌকা "সত্যবতী" (pakistan captures another indian fishing boat)। সূত্রের খবর, ধৃত দুই মৎস্যজীবীকে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ।
FISHERMAN
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তান মেরিটাইম সিক্ওরিটি ভারতীয় মৎস্যজীবদের দুটি নৌকা আটক করেছিল । পোরবন্দর থেকে আটক হওয়া 'তুলসী মাইয়া' নামে মাছ ধরার নৌকাটিতে 7 জন ভারতীয় মৎস্যজীবী ছিলেন এবং অপর আর একটি নৌকাতে 3 জন ভারতীয় মৎস্যজীবী ছিলেন ।