লাহোর, 4 জুলাই : আন্তর্জাতিক মহলের চাপে নতিস্বীকার পাকিস্তানের । 26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করল পাকিস্তান । লাহোর, গুজরানওয়ালা এবং মুলতানে এই মামলাগুলি রুজু করা হয়েছে । গতকাল পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ মামলা রুজুর বিষয়টি সরকারি ভাবে জানায় ।
সন্ত্রাসে মদতের জন্য অর্থের জোগান, হাফিজ় সইদের বিরুদ্ধে মামলা পাকিস্তানের - terrorism
26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করল পাকিস্তান ।
হাফিজ় সইদের বিরুদ্ধে মামলা পাকিস্তানের
পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, জামাত-উদ-দাওয়া প্রধান সইদ ও তার 12 জন ঘনিষ্ঠ ব্যক্তি পাঁচটি ট্রাস্টের মাধ্যমে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করত । আল-আনফাল, দাওয়াত উল ইরশাদ এবং মুয়াজ় বিল জবল ট্রাস্টের নামে সম্পত্তি কেনা হত । সন্ত্রাসে অর্থ জোগাতে তারা এই সমস্ত ট্রাস্ট তৈরি করেছে ।
পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ আরও জানিয়েছে, জামাত উদ দাওয়া, লস্কর-ই-তইবা, FIF-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ।