ইসলামাবাদ, 30 ডিসেম্বর : পাকিস্তানের মূল তালিবান কমাণ্ডার নিহত আফগানিস্তানে ৷ সইফুল্লা মেহেসুদ আফগানিস্তানে এক অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মারা গিয়েছে বলে খবর ।
সংবাদ সংস্থা একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছে । সেই ভিডিয়ো বার্তায় আফগানিস্তানের খোস্ত জেলায় গুলুন ক্যাম্পে সইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে । হাক্কানি নেটওয়ার্কের এক মুখপাত্র ওই ভিডিয়ো বার্তায় মেহেসুদকে মারার দায় স্বীকার করেছে ।
পাকিস্তানের তেহরেক-ই- তালিবান (TTP) বর্তমানে চার ভাগে ভাগ হয়ে গিয়েছে । এই চার গোষ্ঠী সোয়াট গ্রুপ, মেহেসুদ গ্রুপ, বাজা়উর এজেন্সি গ্রুপ এবং দারা আদামখেল গ্রুপ ।পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় সইফুল্লা মেহেসুদের যোগ ছিল । এর আগে এক অডিয়ো বার্তায় সে দাবি করেছিল, খাইবার পাখতুনখোয়ায় উত্তর ও দক্ষিণ ওয়েজিরিস্তান জেলায় 75টি হামলা হয়েছে তারই গোষ্ঠীর 'সৌজন্যে' ।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মত, তেহরেক-ই-পাকিস্তানের কমাণ্ডার কারি সইফুল্লা মেহেসুদের মৃত্যুতে এক বড় ধরনের জটিলতা তৈরি হলো । এরপর তেহরেক-ই-পাকিস্তানের (TTP) একত্রিত হবার সম্ভাবনা মেহেসুদের মৃত্যুতে ধাক্কা খেল । কারণ মেহেসুদ সমস্ত বিভেদ দূর করে সমস্ত গোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করছিল । করাচিতে 2015 সালে এক যাত্রীবাহী বাসে মাসুদের নেতৃত্বে বড় ধরনের হামলা চালানো হয় । এই হামলায় 45 জনের মৃত্যু হয় । 2016 সালে এই TTP কমাণ্ডারকে আমেরিকার বাহিনী গ্রেপ্তার করে । তার 14 মাসের জেল হয় ।