ইসলামাবাদ, 25 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ সারা ভারতে ছেয়ে গিয়েছে ৷ বাড়ছে আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মৃত্যু মিছিল ৷ ভারতের পরিস্থিতি নায়ে উদ্বেগ প্রকাশ করছে হু ৷ এবার ভারতের করোনা পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মাহমুদ খুরেশি ৷
শনিবার নিজের টুইটারে খুরেশি ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ তিনি ভারতের দিকে সরকারিভাবে ত্রাণ এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ এছাড়াও টুইটে তিনি ভারতের জন্য ভেন্টিলেটর, ডিজিটাল এক্স-রে মেশিন, পিপিই কিট সহ কোভিড চিকিৎসায় ব্যবহিত যাবতীয় সরঞ্জাম দেওয়ারও আশ্বাস দেন ৷ এই পরিস্থিতিতে মানবিকতাই যে প্রধান, তা বুঝিয়ে দেন প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রী ৷