পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাকিস্তানে গুলিতে খুন সাংবাদিক - police

দুষ্কৃতীর গুলিতে মৃত্য়ু পাকিস্তানের এক সাংবাদিকের । মুরিদ বোল নিউজ়ে কর্মরত ছিলেন । সংবাদ সংস্থার দাবি, ক্যাফের বাইরে একটি সাদা গাড়ি থেকে সাংবাদিককে গুলি করে আতিফ ।

প্রতীকী ছবি

By

Published : Jul 10, 2019, 8:53 AM IST

করাচি, 10 জুলাই: দুষ্কৃতীর গুলিতে মৃত্য়ু পাকিস্তানের এক সাংবাদিকের । মৃত ওই সাংবাদিকের নাম মুরিদ আব্বাস । মঙ্গলবার সন্ধ্য়ে নাগাদ স্থানীয় খায়াবান -ই- ভুখারি এলাকার একটি ক্যাফের সামনে এই ঘটনা ঘটে । দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ । তার নাম আতিফ জ়ামান ।

মুরিদ বোল নিউজ়ে কর্মরত ছিলেন । সংবাদ সংস্থার দাবি, ক্যাফের বাইরে একটি সাদা গাড়ি থেকে সাংবাদিককে গুলি করে আতিফ । DIG শারজিল খারাল জানান, এই ঘটনায় আব্বাসের বন্ধু খিজ়ার হায়াতও জখম হন । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার (JPMC)-র এগজ়িকিউটিভ ডিরেক্টর শিমিন জ়ামালি জানান, আব্বাসের বুকে-পেটে অনেকগুলো গুলি লাগে ।

আরও পড়ুন : দাদুর সঙ্গে খেলতে গিয়ে ক্রুজের 11 তলা থেকে পড়ে মৃত শিশু

তদন্ত শুরু করেছে পুলিশ । মৃত সাংবাদিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details