লাহোর, 8 জানুয়ারি: সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার জন্য কারাবাস হল আরও এক জঙ্গির। শুক্রবার পাকিস্তানের এক সন্ত্রাসবাদ বিরোধী আদালত এই রায় দিয়েছে। ওই রায়ে মুম্বই হামলার মূলচক্রী ও লস্কর-ই-তইবার অপারেশন কমান্ডার জাকিউর রহমান লকভিকে 15 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে জামাত-উদ-দাওয়ার হাফিজ় সইদকে 15 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার জন্য সাজাপ্রাপ্ত।
রাষ্ট্রসংঘ সারা বিশ্বের জঙ্গিদের যে তালিকা তৈরি করে রেখেছে, সেই তালিকায় নাম রয়েছে 61 বছরের জাকিউরের। সে আগেও গ্রেপ্তার হয়েছিল। 2015 সালে তার জামিন হয়। সম্প্রতি পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করে। তার পরই তার সাজা হল।