কাবুল(আফগানিস্তান), 8 জুলাই : আফগানিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ(JeM) ও লস্কর-ই-তইবা(LeT) । গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর আতঙ্কে রয়েছে তারা । তাই, ডেরা বদলে আশ্রয় নিয়েছে আফগানিস্তানের কান্দাহার ও কুনারের আন্তর্জাতিক সীমারেখার কাছে ।
14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । 12 দিনের মাথায় বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । ধ্বংস করে দেওয়া হয় জইশ-ই-মহম্মদের সমস্ত ঘাঁটি । সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার এই অভিযানের পরই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স(FATF) যাতে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত না করে তার জন্যই ডেরা পরিবর্তন করছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা ।
প্রসঙ্গত, আগেই বেআইনি আর্থিক লেনদেন ও সন্ত্রাসমূলক কাজকর্মে আর্থিক সাহায্যের বিরুদ্ধে ইসলামাবাদকে পদক্ষেপ নিতে বলে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) । কিন্তু পাকিস্তানের অর্থনীতিকে প্রভাবিত করতে ভারত চাইছিল পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে ।