শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার পর ভারত প্রত্যাঘাত করবে। সেই আশঙ্কায় নিজেদের ঘর গোছাতে শুরু করল পাকিস্তান। জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজ়হার পাকিস্তান সরকারকে ভারতের চাপের মুখে নতি স্বীকার না করার কথাও বলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাদের হাতে দুটি সরকারি নথি এসেছে। একটি বালুচিস্তানের পাকিস্তান সেনার তরফে পাঠানো হয়েছে। অপরটি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। পাকিস্তান সেনার হেডকোয়ার্টার্স কোয়েটা লজিস্টিক এরিয়ার তরফে বুধবার জিলানি হাসপাতালকে একটি চিঠি লেখা হয়েছে। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে উপযুক্ত চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, "ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সিন্ধ ও পঞ্জাবের সামরিক ও অসামরিক হাসপাতাল থেকে কোয়েটা লজিস্টিক এরিয়ায় অনেক জখম জওয়ানদের নিয়ে আসা হবে। প্রাথমিক চিকিৎসার পর জওয়ানদের বালুচিস্তানের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হবে। সামরিক ও অসামরিক হাসপাতালে বেড খালি না হওয়া পর্যন্ত সেখানেই তাদের রাখা হবে।" চিঠিটি হেডকোয়ার্টার্স কোয়েটা লজিস্টিক এরিয়ার ফোর্স কমান্ডার আশিয়া নাজ় লিখেছে।