ওয়ারদক (আফগানিস্তান), ১০ মার্চ : ৬০ জন তালিবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের বায়ুসেনা অভিযান চালিয়ে জঙ্গিদের খতম করে। অভিযানে ৬০ জনের বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।
সূত্রের খবর, ওয়ারদকের বারাকি বারাক ও চরখ এলাকায় ২৯ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়। লোগার জেলায় একটি গাড়িতে IED বিস্ফোরণ হয়। এর জেরে একজন তালিবান কমান্ডার জখম হয়। আফগান সেনা আহমেদাবাদ জেলায় তল্লাশি চালায়। সেখান থেকে একাধিক বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।