পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আফগান সেনার অভিযানে নিকেশ ৬০ তালিবান জঙ্গি - afgan force

২৪ ঘণ্টার অভিযানে ৬০ জন তালিবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। তালিবানদের একটি রেডিয়ো টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফাইল ফোটো

By

Published : Mar 10, 2019, 1:32 PM IST

ওয়ারদক (আফগানিস্তান), ১০ মার্চ : ৬০ জন তালিবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের বায়ুসেনা অভিযান চালিয়ে জঙ্গিদের খতম করে। অভিযানে ৬০ জনের বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।

সূত্রের খবর, ওয়ারদকের বারাকি বারাক ও চরখ এলাকায় ২৯ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়। লোগার জেলায় একটি গাড়িতে IED বিস্ফোরণ হয়। এর জেরে একজন তালিবান কমান্ডার জখম হয়। আফগান সেনা আহমেদাবাদ জেলায় তল্লাশি চালায়। সেখান থেকে একাধিক বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।

এছাড়াও আফগান সেনা সামানগামের হাইওয়েতে অভিযান চালায়। এই অভিযানে ৪ জন জঙ্গি খতম হয়েছে ও ৩ জঙ্গি জখম হয়েছে। তালিবানদের একটি রেডিয়ো টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে।

এছাড়া দেশের আরও কয়েকটি এলাকায় সেনা অভিযানে আরও ২৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details