ম্যানিল (ফিলিপিন্স), 20 ডিসেম্বর : গত সপ্তাহে ফিলিপিন্সে আছড়ে পড়া টাইফুন রাইয়ের প্রভাবে এখনও পর্যন্ত 208 জনের মৃত্যু হয়েছে ৷ এমনকি বহু মানুষ নিখোঁজ রয়েছেন শক্তিশালী ওই টাইফুনের পর থেকে ৷ ফিলিপিন্স প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কম করে 50 জনের বেশি মানুষ নিখোঁজ (Over 50 People Still Missing After Typhoon Rai Hits Philippines) রয়েছেন ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে প্রশাসন ৷
ফিলিপিন্সের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টাইফুন রাইয়ের জেরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মধ্য ভিসায়াস অঞ্চলে ৷ সেখানে 129 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এর পর পশ্চিম ভিসায়াসে 22 জনের মৃত্যু হয়েছে ৷ ম্যানিল বুলেটিনে প্রকাশিত খবর অনুযায়ী, ফিলিপাইন জাতীয় পুলিশের মুখপাত্র কর্নেল রোডরিক অগাস্টাস আলবা এই তথ্য দিয়েছেন ৷ ওই সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, টাইফুনের কারণে ফিলিপিন্সের কারাগায় 10 জন, উত্তর মিন্দানাওে 7 জন এবং জাম্বোয়াংগায় 1 জনের মৃত্যু হয়েছে ৷