পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghan refugees returning: গত 6 মাসে দেশে ফিরেছেন সাড়ে পাঁচ লাখ আফগান শরণার্থী - তালিবান সরকার

তালিবান সরকারের মন্ত্রীর (Afghan refugees returned to Afghanistan) দাবি, গত 6 মাসের মধ্যে সাড়ে পাঁচ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন (Afghan refugees returning) ৷

over-5 lakh-afghan-refugees-have-returned-in-6-months
গত 6 মাসে দেশে ফিরেছে সাড়ে পাঁচ লাখ আফগান শরণার্থী

By

Published : Mar 11, 2022, 4:42 PM IST

কাবুল, 11 মার্চ:গত 6 মাসে দেশে ফিরেছেন 5 লাখেরও বেশি আফগান শরণার্থী (Afghan refugees returning) ৷ দাবি তালিবান সরকারের ৷

আফগানিস্তান (Afghan refugees returned to Afghanistan) ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্ত টোরখাম পরিদর্শনে গিয়ে শরণার্থী মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহম্মদ আরসালাহ খারোটাই এমনই দাবি করেছেন ৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘বিদেশে আটক আফগানদের মুক্তির জন্য কূটনৈতিক ভাবে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন:Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

তাঁর কথায়, "প্রায় সাড়ে 5 লাখ মানুষ আমাদের কাছে নাম নথিভুক্ত করেছেন (Afghan refugees have returned in 6 months) ৷ এই সংখ্যাটা আরও বাড়তে পারে ৷ কারণ এখনও অনেকের নথিভুক্তিকরণ বাকি ৷" পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে থাকা আফগানরা বারবার নানা সমস্যার কথা তুলে ধরায় এ দিন সেখানে পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী ৷ টোরখাম ও স্পিন বোলডাক সীমান্তে সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে তালিবান মন্ত্রিসভাতেও ৷

ইসলামিক এমিরেটস (Taliban government in Afghanistan) বিবৃতি দিয়ে জানিয়েছে, "নানগরহরের টোরখাম বন্দর ও কান্দহারের স্পিন বোল্ডাক বন্দরের স্বাস্থ্য সংক্রান্ত ও অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রক যাতে যথাযথ নির্দেশ দেয় এবং পর্যাপ্ত কর্মীকে দায়িত্ব দেওয়া হয় তা নিশ্চিত করা হচ্ছে ৷" আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সরকারি সীমান্ত ও বাণিজ্য টার্মিনাল রয়েছে 6টি - টোরখাম, চমন, অঙ্গুর আদা, বাদিনি, গুলাম খান ও খারলাচি ৷

ABOUT THE AUTHOR

...view details