দিল্লি, 14 মার্চ : কোরোনার জেরে আগামী 1 মাসের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত ট্রেন ও বাস বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷ আগামীকাল থেকে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে সীমান্তে ট্রেন ও বাস চলাচল ব্যবস্থা ৷ বন্ধ থাকছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ৷ মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা ও বন্ধন এক্সপ্রেস চলে কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহর পর্যন্ত ৷
রেল জানিয়েছে, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ( MHA ) পরামর্শ মেনে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন (মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস ) ও বাস যোগাযোগ ব্যবস্থা আগামী 15 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত পরবর্তী কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত স্থগিত থাকবে ৷ "