পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

15 এপ্রিল পর্যন্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত - কলকাতা থেকে বাংলাদেশ

ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন ( মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস ) ও বাস যোগাযোগ ব্যবস্থা 15 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত পরবর্তী কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত স্থগিত থাকবে ৷

Indo BANGLADESH TRAIN
মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস

By

Published : Mar 14, 2020, 8:51 AM IST

দিল্লি, 14 মার্চ : কোরোনার জেরে আগামী 1 মাসের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত ট্রেন ও বাস বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷ আগামীকাল থেকে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে সীমান্তে ট্রেন ও বাস চলাচল ব্যবস্থা ৷ বন্ধ থাকছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ৷ মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা ও বন্ধন এক্সপ্রেস চলে কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহর পর্যন্ত ৷

রেল জানিয়েছে, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ( MHA ) পরামর্শ মেনে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন (মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস ) ও বাস যোগাযোগ ব্যবস্থা আগামী 15 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত পরবর্তী কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত স্থগিত থাকবে ৷ "

যদিও আগেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছিল, কোরোনার প্রাদুর্ভাবের কারণে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত বাস ও ট্রেনগুলি আগামী 15 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে ৷ এটি কোরোনা সংক্রমণ রোধে ভারতের একটি পদক্ষেপ ৷ ভারতে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 82 ৷ কোরোনার প্রাণ হারিয়েছেন 2 জন ৷

এর আগে, কোরোনা ভাইরাস ছড়িয়ে পরার বিষয়টি বিবেচনা করে ল্যান্ড চেক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রী যোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । কোরোনা সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার কয়েকটি ব্যতিক্রম ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণসহ পর্যটনে বিশ্বজুড়ে ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details