পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইরান কমান্ডারের মৃত্যুর পর এশিয়ার বাজারে বাড়ল তেলের দাম - bagdad

ইরানের কমান্ডার সুলেইমানির মৃত্যুর পরই এশিয়ার বাজারে তেলের মূল্যবৃদ্ধি ৷ আগেই অ্যামেরিকাকে হুশিয়ারি দেয় ইরানের বিদেশ মন্ত্রী জাভেদ জ়ারিফ ৷

image
তেলের দাম বৃদ্ধি

By

Published : Jan 3, 2020, 12:09 PM IST

বাগদাদ, 3 জানুয়ারি : অ্যামেরিকার বায়ু সেনা অভিযানে ইরানের স্কোয়াড ফোর্স, জেনেরাল কাসিম সুলেইমানি মৃত্যুর পরই এশিয়ার বাজারে তেলের দাম বাড়ল ৷

বৃহস্পতিবার বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকা সেনা অভিযানে মৃত্যু হয় সুলেইমানি সহ আট জনের ৷ ইরানের বিদেশ মন্ত্রী জাভেদ জ়ারিফ টুইটারে বলেন ‘‘এটা চরম ভুল অ্যাডভেঞ্চার বলা যেতে পারে ৷'' 2017 সালের সেপ্টেম্বরের পর ফের মূল্যবৃদ্ধি হল তেলের ৷ 2.88 শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি 68.16 ডলার দামে দাঁড়িয়েছে ৷

সুলেইমানিকে হত্যার জন্য বাগদাদ বিমানবন্দরের কাছে অ্যামেরিকার এই হামলাকে নির্বুদ্ধিতা ও ভয়ঙ্কর বলেও আখ্যা দেন তিনি ৷ ওয়াশিংটনের পক্ষ থেকে সুলেইমানিকে বিভিন্ন হামলার জন্য দায়ি করা হয়েছে ৷ তার মধ্যে 27 ডিসেম্বরের হামলার কথা বলা হয়েছে, যেখানে অ্যামেরিকা ও ইরাকের অনেকেই প্রাণ হারিয়েছেন ৷ 2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ এরপরই ইরানকে 'জবাব' দিল অ্যামেরিকা ৷

ABOUT THE AUTHOR

...view details