পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

North Korea Tests Missiles : ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, এবার ট্রেন থেকে - ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, এবার ট্রেন থেকে

মার্কিন হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার (North Korea Tests Missiles), চলতি মাসে তৃতীয় বার ৷

North Korea test fires two missiles
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

By

Published : Jan 15, 2022, 8:24 AM IST

পিয়ংইয়ং (উত্তর কোরিয়া), 15 জানুয়ারি : মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ফের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া (North Korea Tests Missiles) ৷ শনিবার কিম জং উন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রেন থেকে দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে ৷ এর আগে দক্ষিণ কোরিয়ার সেনা দাবি করেছিল, নতুন দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া ৷ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও সে খবর প্রকাশিত হয় ৷ শনিবার সেই খবরেই সিলমোহর দিল উত্তর কোরিয়া ৷

চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় ইতিমধ্যেই উত্তর কোরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ৷ বিষয়টি নিয়ে সম্প্রতি কিম জং উন সরকারকে নতুন করে হুঁশিয়ারিও দিয়েছে জো বাইডেন প্রশাসন ৷ প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

কিন্তু আমেরিকার এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে ফের একবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ৷ সে দেশের বিদেশ মন্ত্রীর দাবি, নিজেদের সুরক্ষার জন্যই এই পরীক্ষা করেছে উত্তর কোরিয়ার সেনা ৷ আমেরিকাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকিও দিয়েছেন তিনি ৷ বলেছেন, কড়া পদক্ষেপ করতে পারে উত্তর কোরিয়াও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details