সিওল, 24 মার্চ: উত্তর কোরিয়া ফের অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পরীক্ষা চালিয়েছে ৷ এমনই সন্দেহ প্রকাশ করল তার প্রতিবেশী দেশের সেনাবাহিনী ৷ তাদের সন্দেহ, বেশ কিছু অস্ত্র পরীক্ষার মাঝেই এখনও পর্যন্ত সম্ভাব্য বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (North Korea fires suspected missile)-এর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া ৷
তবে সেটি ব্যালিস্টিক মিসাইল (North Korea missile into sea) কি না, বা সেগুলি কতদূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ ৷
জাপানের প্রধানমন্ত্রীর দফতরেরও দাবি, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে ছুড়েছে ৷ চলতি বছরে এই নিয়ে 12 দফায় অস্ত্র পরীক্ষা করল কিম জং উনের দেশ ৷ বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষামূলক কার্যকলাপে উত্তর কোরিয়ায় অস্বাভাবিক দ্রুত গতি দু‘টি লক্ষ্যের কথা মাথায় রেখে করা হচ্ছে ৷ তাদের অস্ত্রশস্ত্রের অগ্রগতি এবং পারমাণবিক আলোচনায় স্থবিরতাকে আরও জোরালো করা ৷
আরও পড়ুন:Missile tests : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার
গত কয়েকদিন আগেই রাজধানী এলাকার কাছে দুটি মধ্যম রেঞ্জের মিসাইল (North Korea fires suspected missile) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ৷ আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পরে এ ব্যাপারে তদন্ত চালিয়ে দাবি করে, পিয়ংইয়ং যে অস্ত্রগুলির পরীক্ষা চালিয়েছে, তার মধ্যে ছিল আইসিবিএম, হোয়াসং-17-সহ আরও অনেক কিছু ৷ খুব শিগগিরই এই অস্ত্রগুলির সম্পূর্ণ রেঞ্জের পরীক্ষা চালানো হবে বলে মনে করা হচ্ছে ৷