পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Chinese Airline Crash Update : চিনে ভেঙে পড়া বিমানের 132 জনের কেউই বেঁচে নেই ! - No survivors found in Chinese Airline Crash

চিনে ভেঙে পড়া বিমানের 132 জনের মধ্যে কেউই হয়তো বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ এখনও পর্যন্ত জীবিত কারও খোঁজ মেলেনি (No survivors found in Chinese Airline Crash) ৷

China Plane Crash
চিনে ভেঙে পড়া বিমানের 132 জনের কেউই বেঁচে নেই !

By

Published : Mar 22, 2022, 10:40 AM IST

কুনমিং, 22 মার্চ : চিনে ভেঙে পড়া বিমানে কারও বাঁচার আশা প্রায় নেই ৷ দুর্ঘটনার 18 ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও ধ্বংসস্তূপের আশপাশ থেকে এখনও পর্যন্ত জীবিত কোনও যাত্রী বা ক্রু-এর খোঁজ মেলেনি (No survivors found in Chinese Airliner Crash) ৷

এক দশকে চিনে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে সোমবার (Chinese Aircraft Accident) ৷ 132 জনকে নিয়ে ভেঙে পড়ে চায়না ইস্টার্নের বিমান ৷ ঘটনাস্থলে বিমানের ধ্বংসস্তূপের দেখা মিললেও জীবিত কাউকে পাওয়া যায়নি ৷ মঙ্গলবার সকালে একথা জানিয়েছে সে দেশের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি ৷ দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের কুনমিং থেকে যাত্রা শুরু করে গুয়াংশি এলাকার উঝাউয়ের কাছে সোমবার ভেঙে পড়ে বোয়িং 737-800 ৷ নাসার স্যাটেলাইট চিত্র থেকে দেখা গিয়েছে, দুর্ঘটনার পরই আগুন ধরে যায় সেই বিমানে ৷

আরও পড়ুন:Chinese airliner crash: 133 জনকে নিয়ে চিনে ভেঙে পড়ল বিমান

চিনের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, বিমানটিতে 123 জন যাত্রী ও 9 জন ক্রু ছিলেন ৷ উদ্ধারের যাবতীয় ব্যবস্থা নেওয়ার ও দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ৷

1998 সাল থেকে উড়ছে বোয়িং 737-800 ৷ মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্যের জন্য একজন শীর্ষ তদন্তকারী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ চিন চাইলে তাঁরা তদন্তে প্রস্তুত বলে জানিয়েছে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ৷

2020 সালের জানুয়ারি মাসে ভয়ংকর বিপর্যয় ঘটে বোয়িং 737-800-তে ৷ ইরানের প্যারামিলিটারি রিভলিউশনারি গার্ড দুর্ঘটনাবশত ইউক্রেনের আন্তর্জাতিক বিমানকে গুলি করে নামালে মৃত্যু হয় বিমানে থাকা 176 জনের ৷

আরও পড়ুন:মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় মৃত অন্তত 7

ABOUT THE AUTHOR

...view details