কুনমিং, 22 মার্চ : চিনে ভেঙে পড়া বিমানে কারও বাঁচার আশা প্রায় নেই ৷ দুর্ঘটনার 18 ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও ধ্বংসস্তূপের আশপাশ থেকে এখনও পর্যন্ত জীবিত কোনও যাত্রী বা ক্রু-এর খোঁজ মেলেনি (No survivors found in Chinese Airliner Crash) ৷
এক দশকে চিনে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে সোমবার (Chinese Aircraft Accident) ৷ 132 জনকে নিয়ে ভেঙে পড়ে চায়না ইস্টার্নের বিমান ৷ ঘটনাস্থলে বিমানের ধ্বংসস্তূপের দেখা মিললেও জীবিত কাউকে পাওয়া যায়নি ৷ মঙ্গলবার সকালে একথা জানিয়েছে সে দেশের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি ৷ দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের কুনমিং থেকে যাত্রা শুরু করে গুয়াংশি এলাকার উঝাউয়ের কাছে সোমবার ভেঙে পড়ে বোয়িং 737-800 ৷ নাসার স্যাটেলাইট চিত্র থেকে দেখা গিয়েছে, দুর্ঘটনার পরই আগুন ধরে যায় সেই বিমানে ৷
আরও পড়ুন:Chinese airliner crash: 133 জনকে নিয়ে চিনে ভেঙে পড়ল বিমান