বেজিং, 3 জুলাই : নরেন্দ্র মোদির লাদাখ সফরের কয়েকঘণ্টা পরেই সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলল চিন । সীমান্ত শান্ত করার জন্য ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয় ।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, "ভারত এবং চিনের মধ্যে যোগাযোগ হচ্ছে । সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করা হচ্ছে । সীমান্তে পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনা চলছে । এই পরিস্থিতিতে কোনও পক্ষেরই কোনও পদক্ষেপ করা উচিত নয় যা পরিস্থিতি আরও উত্তপ্ত করবে ।"