ইউহান (চিন) :2019 সালের ডিসেম্বরে ইউহানে করোনা প্রথম সংক্রমণের আগে এই ভাইরাসের কোনও অস্তিত্ব পেল না বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পাঠানো বিজ্ঞানীদের দল ৷ হু চিনের ইউহান প্রদেশে করোনার উৎস খুঁজতে বিজ্ঞানীদের একটি দলকে পাঠিয়েছে ৷ প্রায় এক মাসের বেশি গবেষণা করেও তাঁরা এর সঠিক কোনও উৎস খুঁজে পাননি ৷ মঙ্গলবার ওই বিজ্ঞানীদের দলের তরফে জানানো হয়েছে, কোন জীবের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে তা জানতে তাঁরা ব্যর্থ হয়েছেন ৷
তবে, বিজ্ঞানীদের ওই দলটি মনে করছে, করোনা ভাইরাস বাদুরের শরীর থেকে অন্যকোনও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে ৷ যদিও এই মুহূর্তে প্রাণী থেকে সংক্রমণের বিষয়টি একটি সম্ভাব্য ধারণা হিসেবে মনে করা হচ্ছে ৷ কারণ জলাধারারে প্রাণীদের শরীরের নমুনাও শনাক্ত করা বাকি রয়েছে বলে জানিয়েছেন, বিজ্ঞানীদের দলে প্রধান লিয়াঙ ওয়ানিয়ান ৷