অকল্যান্ড, 10 অগাস্ট : রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিলেন ও ভোগ খেলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ৷ সম্প্রতি অকল্যান্ড শহরের একটি রাধাকৃষ্ণের মন্দিরে গিয়েছিলেন আর্ডার্ন ৷ সেখানে পুজো দেন তিনি ৷ যার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
সেই ভিডিয়োতে দেখা যায়, গাড়ি থেকে নেমে জুতো খুলে মন্দিরে প্রবেশ করেন আর্ডার্ন ৷ মন্দিরে তখন বাজছে শঙ্খ ৷ উচ্চারিত হচ্ছে সংস্কৃত মন্ত্র ৷ মন্দিরের পুরোহিত আর্ডার্নের কপালে টিপ ও গলায় উত্তরীয় পরিয়ে দেন ৷ তারপর পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে আর্ডার্ন হাতজোড় করেন ৷ দেন পুজো ৷