ক্রাইস্টচার্চ, ১৭ মার্চ : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালানোর ৯ মিনিট আগে নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসে একটি ঘোষণাপত্র পাঠায় সন্দেহভাজন জঙ্গি। আজ একথা জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।
হামলার ৯ মিনিট আগে সন্দেহভাজন জঙ্গির ঘোষণাপত্র পাই : নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী - Christchurch mosques terrorist attack
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ৯ মিনিট আগে সন্দেহভাজন জঙ্গির ঘোষণাপত্র পাই : নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী
তিনি বলেন, "হামলা চালানোর ৯ মিনিট আগে একটি ঘোষণাপত্র মেইল করা হয়। ৩০ জনের বেশি প্রাপকের মধ্যে আমিও ছিলাম।" কী ছিল সেই ঘোষণাপত্রে ? প্রধানমন্ত্রী বলেন, "তাতে কোনও জায়গার কথা বলা হয়নি। নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।" তিনি জানান, মেইল আসার দু'মিনিটের মধ্যেই তা নিরাপত্তা সংস্থাকে পাঠানো হয়।
উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজ়িল্যান্ড পুলিশের তরফে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।