ওয়েলিংটন, 23 জানুয়ারি: ওমিক্রনের সংক্রমণ রুখতে আপাতত নিজের বিয়ে বাতিল করতে বাধ্য হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন (New Zealand PM Cancels Wedding) ৷ নিজেই সেই খবর জানিয়েছেন তিনি ৷ কোভিডের নয়া ভ্যারিয়েন্টকে রুখতে তিনি নয়া বিধিনিষেধও জারি (Jacinda Ardern Cancels Wedding amid New Covid restrictions) করেছেন ৷
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী রবিবার জানিয়েছেন, "এখন আমার বিয়ে হচ্ছে না ৷" রবিবার রাত থেকেই জারি হচ্ছে নয়া কোভিডবিধি ৷ মাস্ক পরা ও জমায়েতকে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায় ৷ একটি বিয়ের অনুষ্ঠানের পরই 9 জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঘটনায় গোষ্ঠী সংক্রমণ ও উত্তর থেকে দক্ষিণের দ্বীপে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷
উত্তর দ্বীপের অকল্যান্ডে বিয়ে ও অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিমানে দক্ষিণ দ্বীপের নেলসনে ফিরেছে একটি পরিবার ৷ সেই গোটা পরিবার ও বিমানের সেবিকার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এরপরেই সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করেছে নিউজিল্যান্ডের প্রশাসন ৷ মাস্ক পরার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ৷ বার, রেস্তোরাঁ ও অন্যান্য ঘরোয়া অনুষ্ঠানের ক্ষেত্রে 100 জনের বেশি জমায়েত করা যাবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে ৷ অনুষ্ঠানস্থলে টিকার পাসের ব্যবহার বাধ্যতামূলক না থাকলে এই সংখ্যাটাই 25-এর মধ্যে রাখতে হবে জানিয়েছেন আর্ডেন (new zealand pm jacinda ardern cancels wedding)৷
আরও পড়ুন:রাধা-কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে নিরামিষ ভোগ খেলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী