পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"নেপালিদের ভারতে আসার ক্ষেত্রে সমস্যা নেই" - corona

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 'সংশোধিত ভ্রমণ পরামর্শদাতা' এবং 'COVID -১৯ সম্পর্কিত ভিসা নিষেধাজ্ঞাগুলি' প্রকাশ করার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে নেপালে ৷ এরপরই গতকাল নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নেপালের নাগরিকদের ভারতে আসায় কোনও বাধা নেই ৷

new-travel-advisory-wont-affect-movement-of-nepalis-to-india-says-indian-embassy
কোরোনার প্রভাবে অন্যান্য দেশের ভিসা বাতিল হলেও প্রভাব পড়বে না নেপালে , জানাল দূতাবাস

By

Published : Mar 13, 2020, 10:19 AM IST

কাঠমাণ্ডু, 13 মার্চ : কোরোনার প্রকোপ ৷ বাতিল হচ্ছে টুরিস্ট ভিসা ৷ তবে নেপালিদের ভারতে আসা থেকে আটকাতে পারবে না কোরোনা ৷ গতকাল নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, COVID -১৯ অর্থাৎ কোরোনা ভাইরাসের জন্য বর্তমানে ভারতের 'সংশোধিত ভ্রমণ পরামর্শদাতা' এবং 'ভিসা নিষেধাজ্ঞাগুলি' কোনওভাবেই নেপালিদের ভারতে আসায় প্রভাব ফেলবে না ৷

নেপাল ৷ যার উত্তরে চিন, দক্ষিণে ভারত ৷ স্বতন্ত্র দেশ হলেও প্রতিদিনের বিভিন্ন উপকরণের জন্য সেখানকার নাগরিকদের নির্ভরশীল থাকতে হয় ভারতের উপর ৷ দৈনন্দিন উপকরণ থেকে শুরু করে কর্মসংস্থান ৷ ফলে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 'সংশোধিত ভ্রমণ পরামর্শদাতা' এবং 'COVID -১৯ সম্পর্কিত ভিসা নিষেধাজ্ঞাগুলি' প্রকাশ করার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে নেপালে ৷ এরপরই গতকাল নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, নেপালের নাগরিকদের ভারতে আসায় কোনও বাধা নেই ৷

গতকাল রাতে প্রকাশিত এক বিবৃতিতে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, "বর্তমানে এই নিষেধাজ্ঞগুলি শুধুমাত্র জনস্বাস্থ্য ও সুরক্ষার উদ্দেশ্যেই ৷ তবে এই পদক্ষেপগুলি নেপালের নাগরিকদের ভারতে আসতে কোনও প্রভাব ফেলবে না ৷ তারা সড়কপথে কিংবা আকাশপথে ভারতে আসতে পারবে ৷ নেপালের নাগরিকদের জন্য ভ্রমণ ব্যবস্থা কার্যকর থাকবে ৷ "

বিবৃতিতে আরও বলা হয়, " নেপালের নাগরিকদের ভারতে প্রবেশ অবাধ থাকলেও, প্রত্যেক প্রবেশের জায়গায় থাকবে স্বাস্থ্য পরীক্ষা ৷ তবে, ভ্রমণকারীরা যদি নেপালের নাগরিক বা অন্য দেশের নাগরিক হয় কিংবা তারা সদ্য কোরোনার প্রাদুর্ভাব বেড়েছে এমন 7 টি দেশ থেকে এসে থাকে এবং তাদের শরীরে কোরোনার প্রাদুর্ভাব দেখা যায়, তবে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details