পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নেপাল বিরোধী প্রচারের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভারতকে অনুরোধ - নেপাল বিরোধী প্রচারে ভারতীয় মিডিয়া

দূরদর্শন বাদে সমস্ত ভারতীয় বেসরকারি নিউজ় চ্যানেলের সম্প্রচার বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেয় নেপাল । তাদের অভিযোগ, সে'দেশের জাতীয় মনোভাবকে আঘাত করেছে এই নিউজ় চ্যানেলগুলি । নেপালে ভারতীয় মিডিয়ার একাংশের এই নেপাল বিরোধী প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে নেপাল সরকার ।

K P Sharma Oli
K P Sharma Oli

By

Published : Jul 13, 2020, 11:02 PM IST

কাঠমাণ্ডু , 13 জুলাই : একটি 'কূটনৈতিক নোট'-এ ভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের একাংশের নেপাল বিরোধী 'নকল, ভিত্তিহীন ও আপত্তিকর' সম্প্রচারের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য দিল্লিকে আহ্বান জানিয়েছে নেপাল । দূরদর্শন বাদে সমস্ত ভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের সম্প্রচার বৃহস্পতিবার বন্ধ করে দেয় নেপাল । তাদের অভিযোগ, তাদের প্রতিবেদনে সে'দেশের জাতীয় মনোভাবকে আঘাত করা হয়েছে । যদিও এ'বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

শুক্রবার দিল্লিতে নেপাল দূতাবাসের মাধ্যমে নেপালের বিদেশ মন্ত্রক জানায়, ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের দ্বারা সম্প্রচারিত ওই তথ্য ‘ভুল, ভিত্তিহীন এবং সংবেদনশীল’ । পাশাপাশি নেপাল ও নেপালি নেতৃত্বের প্রতি অবমাননাকর বলেও অভিযোগ করে তারা । এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই জাতীয় কনটেন্ট যাতে মিডিয়ায় স্থান না পায় তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ নেপাল ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 8 মে উত্তরাখণ্ডের ধারচুলার সঙ্গে লিপুলেখ পাস সংযোগকারী একটি 80 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি উদ্বোধনের পরই ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের সূত্রপাত । এই রাস্তাটি উদ্বোধনের তীব্র প্রতিক্রিয়াস্বরূপ নেপাল দাবি করে, এই রাস্তা নেপালি অঞ্চল দিয়ে গেছে । ভারত এই দাবি খারিজ করে দেয় । পরবর্তীতে, নেপাল একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে দেশের রাজনৈতিক মানচিত্রকে আপডেট করে, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনটি ভারতীয় অঞ্চলকে সংযুক্ত করা হয় । এরই মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-র কার্যকারিতা নিয়ে শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টি-র সঙ্গে বিরোধ বাধে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে NCP । এরপরই ওলি অভিযোগ করেন, শাসকদলের দলের কিছু নেতা তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী ভারতের সঙ্গে জোট করছেন । যা পুনরায় ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সে'দেশের শাসকদল ।

ABOUT THE AUTHOR

...view details