কাঠমান্ডু, ২৭ ফেব্রুয়ারি : হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর। এই দুর্ঘটনায় তিনি ছাড়া আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আজ নেপালের তেহরাথুম জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ - helicopter crash
নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল। রবীন্দ্র অধিকারী ছাড়াও আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
ছবিটি প্রতীকী
সংবাদসংস্থা PTI সূত্রে খবর, বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের সাথে দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
পর্যটনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা পঞ্চথারে একটি অনুষ্ঠান থেকে পাথিবারা মন্দিরের দিকে যাচ্ছিলেন। তখনই হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ জনের মৃ্ত্যু হয়েছে।