কাঠমাণ্ডু, 16 মার্চ : কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কাঠমাণ্ডুর তিনটি হাসপাতালকে কোরোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হল ৷ দেশে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সিদ্ধান্ত বলে জানায় নেপাল সরকার ৷
নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী ভানু ভক্ত ধকল একটি বৈঠক চলাকালীন একথা ঘোষণা করেন ৷ তিনি বলেন, "আমরা আলাদা করে 155টি আইসোলেটেড বেড রেখেছি ৷ এই ভাইরাস চারপাশে যদি ছড়িয়ে পড়ে, রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তিনটি হাসপাতালে এই চিকিৎসা করা হবে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ৷ বাকি রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হবে ৷ এর ফলে জনগণ পরিষেবা থেকে ব্যাহত হবে না ৷"