কাঠমান্ডু, 14 এপ্রিল : নেপালে টেক অফ করার সময় বিমানের সঙ্গে ধাক্কা লাগল হেলিকপ্টারের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে 2 জন। আহত 5। আহতদের চিকিৎসার জন্য বিমানে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি নেপালের লুকলার তেনজ়িং-হিলারি বিমানবন্দরের।
নেপালে বিমান দুর্ঘটনা, মৃত কমপক্ষে 2
নেপালের লুকলার তেনজ়িং-হিলারি বিমানবন্দরে টেক অফ করার সময় বিমানের সঙ্গে ধাক্কা লাগল হেলিকপ্টারের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে 2 জন।
ছবিটি প্রতীকী
ANI সূত্রে খবর, আজ সকালে বিমানটি টেক অফ করার সময় হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মী বলে জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।
লুকলায় 1964 সালে তৈরি হওয়া বিমানবন্দরটি বিশের সবচেয়ে বিপদসঙ্কুল বিমানবন্দর। মাউন্ট এভারেস্টের বেস পয়েন্টে হওয়ায় ওড়ার সময় ঝোড়ো হাওয়ার মুখে পড়তে হয় বিমানগুলিকে। এছাড়াও ছোটো রানওয়েও সমস্যা তৈরি করে।