কাঠমান্ডু, 3 মে : 10 মে আস্থাভোট নেপালে ৷ সেই দিনই ঠিক হবে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতায় থাকতে পারবেন কি না ! ওই দিন নেপালের সংসদের অধিবেশন ডাকা হয়েছে ৷ অধিবেশন ডেকেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ৷ প্রধানমন্ত্রীর অনুরোধেই তিনি সেদিন সংসদের অধিবেশন ডেকেছেন ৷
নেপালে হাউজ় অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা 275 ৷ 136 টি ভোট পেলেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজের গদি বাঁচাতে পারবেন ৷ যদিও নেপালের সংসদের ম্যাজিক ফিগার হওয়া উচিত 138 ৷ কিন্তু চার জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাই ওলির জন্য সংখ্যাটা 136 ৷