পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোভিশিল্ডের জন্য ভারতকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রীর

কোভিশিল্ডের 10 লাখ ডোজ় পাঠানোর জন্য ভারত সরকারকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। জবাবি টুইটে পাশে থাকার বার্তা মোদিরও। ইতিমধ্য়েই বাংলাদেশ, ভুটান, মলদ্বীপকে সাহায্য় করেছে নয়াদিল্লি।

nepal-pm-oli-thanks-india-for-covishield-vaccine
কোভিশিল্ডের জন্য ভারতকে কৃতজ্ঞতা জ্ঞাপন নেপালের প্রধানমন্ত্রীর

By

Published : Jan 22, 2021, 2:31 PM IST

কাঠমান্ডু, 22 জানুয়ারি: কোভিশিল্ডের 10 লাখ ডোজ় পাঠানোর জন্য ভারত সরকারকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। এদিন টুইটে তাঁর বার্তা, "এমন বিপদের দিনে খোলা মনে সহযোগিতা করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার এবং ভারতবাসীকে আন্তিরকভাবে ধন্যবাদ জানাচ্ছি।"

কোরোনা আবহে পড়শি দেশগুলিকে সহযোগিতা করতে টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। সেই প্রকল্পের আওতায় ইতিমধ্য়েই বাংলাদশকে 20 লাখ ডোজ় পাঠানো হয়েছে। এছাড়া, গত বুধবারই ভুটানে দেড় লাখ এবং মলদ্বীপে এক লাখ কোভিশিল্ড ভ্য়াকসিন পাঠিয়েছে নয়াদিল্লি।

ওলির ধন্য়বাদ জ্ঞাপনে সাড়া দিতে দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জবাবি টুইটে তিনি লেখেন, "আপনাকে ধন্যবাদ। কোরোনা যুদ্ধে ভারত সবসময় নেপালের পাশে থাকবে। কোভিড মোকাবিলায় ভারতের তৈরি টিকা গোটা বিশ্বের লড়াইকে আরও পোক্ত করবে।"

প্রসঙ্গত, ওষুধ উৎপাদনকারী দেশগুলির মধ্য়ে ভারত পৃথিবীর অন্যতম। ইতিমধ্য়েই বহু রাষ্ট্র কোরোনা টিকা চেয়ে দিল্লির কাছে সহযোগিতা চেয়েছে। অক্সফোর্ড-অ্য়াস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভারতে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট। এছাড়া, ভারত বায়োটেকের তৈরি কোভ্য়াকসিনও টিকা হিসাবে ব্য়বহারের ছাড়পত্র পেয়েছে। মহামারীর মোকাবিলায় প্রচুর পরিমাণে রোগনির্ণয়কারী কিট, ভেন্টিলেটর, মাস্ক, গ্লাভস-সহ অন্য়ান্য় চিকিৎসা সরঞ্জামও বিভিন্ন দেশে পাঠিয়েছে ভারত।

ABOUT THE AUTHOR

...view details