পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পদত্যাগ-বিতর্কের মাঝেই মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী ওলির

গতকাল নেপাল কমিউনিস্ট পার্টের স্ট্যান্ডিং কমিটি বৈঠক ছিল ৷ সেখানে প্রধানমন্ত্রী ওলির ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ৷ তারপর আজ মন্ত্রিসভার বৈঠক করলেন নেপালের প্রধানমন্ত্রী ৷

ওলি
ওলি

By

Published : Jul 1, 2020, 3:54 PM IST

কাঠমাণ্ডু, 1 জুলাই : আজ মন্ত্রিসভার বৈঠক করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ৷ ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই তাঁর পদত্যাগ দাবি করেছিল নেপালের শাসকদল ৷

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, মাধব নেপাল, ঝালানাথ খানাল ও বামদেব গৌতম-সহ দলের বিশিষ্ট নেতারা প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন ৷ প্রসঙ্গত, সোমবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করে ওলি বলেছিলেন, তাঁর সরকারের পতনের পরিকল্পনায় দিল্লিতে বৈঠক হয়েছে ৷

গতকাল নেপাল কমিউনিস্ট পার্টের স্ট্যান্ডিং কমিটি বৈঠক ছিল ৷ সেখানে প্রধানমন্ত্রী ওলির ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ৷ খানাল বলেন, "প্রধানমন্ত্রী ওলি শুধু নিজের স্বার্থ পূরণের জন্যই কাজ করছিলেন ৷ গত তিন বছরে বিভিন্ন প্রোগ্রাম চালু করতে ব্যর্থ হয়েছেন ৷ তিনি শুধু পুঁজিবাদী নীতিই অনুসরণ করেছেন ৷ তাঁর দল যে সমাজতন্ত্রে বিশ্বাসী, সেটাকেই উপেক্ষা করে চলেছেন ওলি ৷"

নাম প্রকাশে অনিচ্ছুক স্ট্যান্ডিং কমিটির এক সদস্য বলেন, কোনও কারণ ছাড়া ভারতকে উস্কানোর কারণ ওলির কাছে জানতে চেয়েছেন দাহাল ৷

ABOUT THE AUTHOR

...view details