কাঠমান্ডু, 25 জানুয়ারি : দল থেকে বহিষ্কৃত হলেন নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী কেপি সিং ওলি ৷ রবিবার নেপাল কমিউনিস্ট পার্টির বিরোধী শিবির তাঁকে দল থেকে বহিষ্কৃত করার কথা ঘোষণা করে ৷ নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকদিন ধরেই দলের মধ্যে ক্ষোভ চলছিল ৷ ওলির বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠছিল ৷ যে কারণে তাঁকে দল থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷
এই বিষয়ে নেপাল কমিউনিস্ট পার্টির বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠা জানিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রী এখন থেকে আর পার্টির সদস্য নন ৷ তিনি বলেন, "আজকের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কেপি শর্মা ওলিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওর সদস্যপদও খারিজ করা হয়েছে ৷" গত শুক্রবারই ওলিকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল ৷ সরানো হয়েছিল এনসিপির চেয়ারম্যান পদ থেকেও ৷ তার একদিনের মধ্যেই দল থেকে বের করা হল ওলিকে ৷