পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এভারেস্টসহ সমস্ত পর্বতারোহণ বন্ধ করল নেপাল - পর্যটনে ভিসা প্রদান ও এভারেস্টসহ সমস্ত পর্বতারোহণ বন্ধ করল নেপাল

বিশ্বে টুরিজ়মের একটি অন্যতম জায়গা নেপাল ৷ কোরোনার প্রাদুর্ভাব বাড়লেও ভারতের তরফে নেপালের জন্য সাহায্যের হাত খোলা সর্বদাই ৷ সম্প্রতি, অন্যান্য দেশের জন্য ভিসা বন্ধ করলেও নেপালের ভারতে আসার ক্ষেত্রে সমস্যা নেই বলে জানায় ভারতীয় দূতাবাস ৷

Nepal government shut down Everest after Nepal suspends permits over coronavirus
পর্যটনে ভিসা প্রদান ও এভারেস্টসহ সমস্ত পর্বতারোহণ বন্ধ করল নেপাল

By

Published : Mar 13, 2020, 1:56 PM IST

কাঠমাণ্ডু, 13 মার্চ : অস্থায়ীকালীন পর্যটনে ভিসা প্রদান বন্ধ করল নেপাল ৷ সঙ্গে বন্ধ এভারেস্টসহ সমস্ত পর্বতারোহণ অভিযান ৷ আজ থেকে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া বন্ধ করল নেপাল ৷ কোরোনার জেরে চিনের দিক থেকে এভারেস্টে সমস্ত আসা যাওয়া বন্ধ করে দেওয়ায় নেপাল থেকেও নেওয়া হল পর্বতারোহণ বন্ধের সিদ্ধান্ত ৷

নেপাল ৷ চিন আর ভারতের মাঝে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি ছোটো দেশ ৷ আর এই নেপাল জুড়েই রয়েছে এভারেস্টের চূড়ায় যাওয়ার রাস্তা ৷ বিশ্বে টুরিজ়মের একটি অন্যতম জায়গা নেপাল ৷ কোরোনার প্রাদুর্ভাব বাড়লেও ভারতের তরফে নেপালের জন্য সাহায্যের হাত খোলা সর্বদাই ৷ সম্প্রতি, অন্যান্য দেশের জন্য ভিসা বন্ধ করলেও নেপালের নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে সমস্যা নেই বলে জানায় ভারতীয় দূতাবাস ৷

গতকাল রাতে সংস্কৃতি পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রী যোগেশ ভট্টারাই সংবাদ সংস্থাকে বলেন, "কোরোনার জেরে নেপাল দেশের সমস্ত পর্বতে আরোহণ বন্ধ করে দিয়েছে এবং পর্যটক ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে । " তিনি আরও বলেন, " সরকার আপাতত সমস্ত পর্বত অভিযান এবং অনুমতি দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । তবে আগামী মাসে বিশ্বব্যাপী পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে ৷ "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details