কাঠমাণ্ডু, 25 জানুয়ারি: বিদেশনীতির মাধ্যমেই মালয়েশিয়াকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাম তেলের আমদানি বয়কট করা হয়েছে ৷ সরাসরি পালটা জবাব দিতে রাজি নয় মালয়েশিয়া, তবে ভারতের এই নীতির মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছে সে কথাও মনে করিয়ে দিতে ভোলেনি ৷ তবে এক্ষেত্রে বিপাকে পড়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল ৷
নেপালের অর্থমন্ত্রী যুবরাজ খাটিওয়াড়া আজ বলেন, ‘আমাদের রপ্তানির 25 শতাংশই পাম তেল সম্পর্কিত, ভারতের এই সিদ্ধান্ত সম্পূর্ণ আকস্মিক ছিল ৷ ভারতের এই সিদ্ধান্তে আমাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে ৷ আশা করছি ভারত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ৷ আপাতত কূটনৈতিক মাধ্যমে আলোচনা চলছে, প্রয়োজন হলে রাজনৈতিক মাধ্যমেও আলোচনা করা হবে৷ আমাদের এই বিষয়ে মধ্যস্থতা করতেও অসুবিধা নেই, কারণ আমরা কোনও দেশের পক্ষে হয়ে কথা বলব না ৷''