পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাম তেলে রপ্তানি শুল্ক নিয়ে ভারতকে আর্জি নেপালের - দ্বিপাক্ষিক সম্পর্ক

পাম তেলে রপ্তানি শুল্ক বসিয়ে মালয়েশিয়াকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত ভারতের ৷ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে নেপাল ৷

Nepal Finance Minister Yuba Raj Khatiwada
নেপালের অর্থমন্ত্রী যুব রাজ খাটিওয়াড়া

By

Published : Jan 25, 2020, 1:45 PM IST

কাঠমাণ্ডু, 25 জানুয়ারি: বিদেশনীতির মাধ্যমেই মালয়েশিয়াকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাম তেলের আমদানি বয়কট করা হয়েছে ৷ সরাসরি পালটা জবাব দিতে রাজি নয় মালয়েশিয়া, তবে ভারতের এই নীতির মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছে সে কথাও মনে করিয়ে দিতে ভোলেনি ৷ তবে এক্ষেত্রে বিপাকে পড়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল ৷

নেপালের অর্থমন্ত্রী যুবরাজ খাটিওয়াড়া আজ বলেন, ‘আমাদের রপ্তানির 25 শতাংশই পাম তেল সম্পর্কিত, ভারতের এই সিদ্ধান্ত সম্পূর্ণ আকস্মিক ছিল ৷ ভারতের এই সিদ্ধান্তে আমাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে ৷ আশা করছি ভারত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ৷ আপাতত কূটনৈতিক মাধ্যমে আলোচনা চলছে, প্রয়োজন হলে রাজনৈতিক মাধ্যমেও আলোচনা করা হবে৷ আমাদের এই বিষয়ে মধ্যস্থতা করতেও অসুবিধা নেই, কারণ আমরা কোনও দেশের পক্ষে হয়ে কথা বলব না ৷''

কয়েকবছর আগেও ভারতে সবচেয়ে বেশি পাম তেল রপ্তানি করত ইন্দোনেশিয়া ৷ পরিশোধিত পাম তেলে আমদানি শুল্ক কমে যাওয়ায় সুবিধা হয় মালয়েশিয়ার৷ কিন্তু জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে বিশ্ব মঞ্চে ভারতের বিরুদ্ধে মুখ খোলায় মালয়েশিয়াকে তাঁর মূল্য চোকাতে হল অন্যভাবে ৷ পরিশোধিত পাম তেল ও পামোলিনের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত ৷ 2019 সালেই ভারত মালয়েশিয়া থেকে 44 লক্ষ টন পাম তেল আমদানি করেছিল ৷ সেপ্টেম্বরে রাষ্ট্র সংঘের মঞ্চ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ কাশ্মীর ও CAA নিয়ে ভারতের সমালোচনা করে বলে, কাশ্মীরকে জোর করে দখল করে রেখেছে৷ CAA কে ‘চূড়ান্ত অন্যায়’ বলে অ্যাখ্যা দেন তিনি ৷ এরপরই তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে ৷

ভারত-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের জাঁতাকলে পড়েছে নেপাল ৷ নেপালের আবেদনে ভারত সাড়া দেয় কিনা সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details